Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪।।বৃহস্পতিবার ২৬ জুলাই, ২০১৮।। মঙ্গলগ্রহ গত ১৫ বছরের মধ্যে মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসবে। এর ফলে লাল গ্রহটি আরো উজ্জ্বল ও বড় দেখাবে। এ সময় টেলিস্কোপ অথবা খালি চোখে সহজেই মঙ্গলগ্রহ দেখা যাবে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এ কথা জানায়।

 

আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে মঙ্গলগ্রহকে অনেক উজ্জ্বল দেখাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গলের মাঝে দূরত্ব থাকবে ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার। এটি হবে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। এর পর থেকে এটি দূরে সরতে শুরু করবে।

 

পেনসেলভানিয়ার ওয়াইডনার ইউানভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী হেরি আগেনসেন বলেন, মঙ্গলগ্রহকে এতো বড়ো আর উজ্জ্বল দেখাবে মনে হবে যেন এটি একটি বিমানের ল্যান্ডিং লাইট।

 

তিনি আরো বলেন,মঙ্গলের উজ্জ্বলতা শুক্র গ্রহের চেয়ে বেশী হবে না, তবে লালচে ও কমলা-লাল রঙয়ের দেখা যাবে। মঙ্গলগ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার আগে শুক্রবার সূর্যের বিপরীত দিকে অবস্থান করবে।

 

এদিকে একই দিন শুক্রবার রাতে পৃথিবী থেকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণও দেখা যাবে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে।