খোলা বাজার২৪।।বৃহস্পতিবার ২৬ জুলাই, ২০১৮।।প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের নামে প্রবর্তিত সম্মাননা এবার পাচ্ছেন আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। আগামী সোমবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ রুনা লায়লার হাতে তুলে দেবেন উপাচার্য মো. আখতারুজ্জামান। আয়োজক সূত্রে জানা যায়, সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেয়া হবে দুই ভরি সোনার একটি পদক ও এক লাখ টাকা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিএ পাওয়া শিক্ষার্থীকে দেয়া হবে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই স্বর্ণপদক দেয়া হবে। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ফিরোজা বেগমের মতো একজন বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদকের জন্য আমাকে মনোনীত করা হয়েছে।এটা শুনে ভালো লেগেছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। ফিরোজা বেগমের সঙ্গে ব্যক্তিগতভাবে তেমন যোগাযোগ ছিল না। তবে আমাদের পরিচয় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। তার গাওয়া বহু গান আমি শুনেছি। প্রসঙ্গত, নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’। এর আওতায় প্রতি বছর দেশের একজন বরেণ্য ও অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম স্থান অধিকারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।