খোলাবাজার২৪ শুক্রবার ২৭ জুলাই, ২০১৮ : আর্থিক প্রতিষ্ঠানকে সাইবার অপরাধ থেকে বাঁচাতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি পাস হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, এই আইন পাস হলে তা অনুসন্ধানী সাংবাদিকতায় কোনো বাধা হবে না। ৩২ ধারায় গুপ্তচরবৃত্তির যে বিষয়টি আছে, সাংবাদিক সমাজের আপত্তির মুখে তা বাতিল করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি আইসিটি ফর ই-খুলনা বিভাগের শিক্ষক অ্যাম্বাসাডর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল হাসান।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু প্রমুখ।