Thu. Jul 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : মোঃরাসেল মিয়া:নরসিংদী প্রতিনিধি:-নরসিংদী ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর জমি বালু দিয়ে অবৈদ ভাবে ভরাট করে মার্কেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায়-কল্লোলিনী শীতলক্ষ্যা এখন আর বহমান নয়। আমৃত্যু লালিত শীতলক্ষ্যা হাড়িয়েছে তার সতীত্ব।একদল লুটেরা লুট করে নিয়েছে শীতলক্ষ্যার যৌবন।

এক সময় দুই পারের মানুষের আশা ভরসার মূর্ত প্রতীক ছিল এই শীতলক্ষ্যা।পাল তোলা নৌকার মাঝিরা আপন মনে গান গেয়ে ভাটির টানে শীতলক্ষ্যার বুক চিড়ে যেত দূর দূরান্তে।এখন আর কেউ শীতলক্ষ্যাকে নিয়ে স্বপ্ন দেখে না। শীতলক্ষ্যা এখন পরিনত হয়েছে দখলবাজদের আবাদ বিচরন ক্ষেত্রে।ঘোড়াশাল পৌর ভবনের মাএ পঞ্চাশ গজ দূরে মাহাবুল হক চৌদ্দরী নামে এক ব্যাক্তি স্থানীয় প্রভাবশালী ও প্রশাষন কে মোটা অংকের টাকা দিয়ে দিন দিপুরে  বালি দিয়ে নদী পাড়ের জমি ভরাট করে বিশাল বানিজ্যক মার্কেট স্থাপন করছে।যার ফলে নদী হারিয়ে ফেলছে নব্যতা।

শীতলক্ষ্যার প্রাণশক্তি ক্ষয় হতে হতে এখন সে স্থবিরে পরিণত হয়েছে।নরসিংদী, গাজীপুর, সহ আশ-পাশ্বের পরিবেশ ও প্রকৃতি রক্ষ্যাকারী, শুপেয় পানির উৎস শীতলক্ষ্যা নদীকে দখলবাজ নদী খেকো মাহাবুল চৌদ্দরী'র হাত থেকে বাঁচাতে এলাকাবাসী সংশৃষ্ট উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।