Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : ঢালিউডে সাইমন সাদিকের অভিষেক হয়েছে অর্ধ যুগ আগে। মুক্তি পেয়েছে ১৭টি চলচ্চিত্র। তবে এবারই প্রথমবার ঈদের মৌসুমে পর্দায় আসছেন নায়ক, তাও দুই সিনেমা নিয়ে।

একাধিক সূত্র বলছে, ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সাইমন অভিনীত ‘জান্নাত’ ও ‘মাতাল’।

প্রথম সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সাইমনের বিপরীতে আছেন মাহিয়া মাহি। এর মাধ্যমে ‘পোড়ামন’-এর পাঁচ বছর পর্দায় ফিরবে সেই হিট জুটি। সাথে আছেন মিশা সওদাগর ও আলীরাজ।

মাস খানেক আগে প্রকাশ হওয়া ‘জান্নাত’-এর টিজার প্রশংসিত হয়েছে। পেয়ে গেছে সেন্সর সনদও।

‘মাতাল’ পরিচালনা করছেন অনেক হিট সিনেমার কারিগর শাহীন সুমন। এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিষেক হবে অধরা খানের। আরো আছেন শিপন মিত্র ও অরিন।

ঈদে মুক্তির মিছিলে আরো আছে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ও রোশানের ‘বেপরোয়া’। শোনা যাচ্ছে মাহি অভিনীত অন্য সিনেমা ‘মনে রেখো’র নামও, এতে তার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত।