খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। শুক্রবার বিকেল ৪ টায় উপাচার্যের কনফারেন্স রুমে ফাইল স্বাক্ষরের মাধ্যমে উপ-উপাচার্য হিসেবে কাজ শুরু করেন তিনি।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার অধ্যাপক এম এ বারীর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম মোস্তাফিজুর রহমান ।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এম আব্দুস সোবহান আশাবাদ ব্যক্ত করে বলেন— বিশ্ববিদ্যালয়ের যে মেগা প্রজেক্ট আছে তা বাস্তবায়নে দুই উপ-উপাচার্য কাধে কাধ মিলিয়ে কাজ করলে প্রশাসনিক ও একাডেমিক সকল দিকের কাজ গতিশীলতা পাবে।
এদিকে নব নিযুক্ত উপ-উপাচার্য চৌধুরী জাকারিয়া বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে রাবি প্রশাসন যে কার্যক্রম গ্রহন করবে বা সিদ্ধান্ত নিবেন তা সুচারুভাবে পালন করার প্রতিজ্ঞা করেন।
এছাড়া তার দায়িত্ব পালনে শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন উপ-উপাচার্য।