খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ :সিনেমা হল বলতেই তো অতিকায় এক স্থাপনা চোখে ভাসে। কিন্তু সিনে থিসিও সিনেমা হলের ধরনটা একদমই আলাদা। গ্রিসের এথেন্সে অবস্থিত এই সিনেমা হলের দর্শকেরা শুধু সিনেমা দেখেই মুগ্ধ হন না, মুগ্ধ হন খোলা প্রকৃতি দেখেও।
তারা ভরা আকাশের নিচে প্রিয়তম সঙ্গীর সঙ্গে রোমান হলিডের মতো নান্দনিক চলচ্চিত্র উপভোগের সুযোগ পেলে তো কথাই নেই! ১৯৩৫ সালে চালু হওয়া নিসে থিসিও বছরের এপ্রিল থেকে অক্টোবর, গ্রীষ্মের এই সময়টায় খোলা থাকে। এখানে শুধু সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রই প্রদর্শিত হয় না, সুযোগ মেলে গত শতাব্দীর ধ্রুপদী চলচ্চিত্র দেখারও।