Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অবশেষে সিলেটে বিএনপির প্রার্থী আরিফকে জয়ী ঘোষণা

খোলাবাজার২৪.মঙ্গলবার,৩১ জুলাই, ২০১৮ঃ  অবশেষে নানা নাটকীয়তার পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ সিটিতে ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকী ১৩২টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে প্রায় ৪,৬২৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০,৪৯৬ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫,৮৭০ ভোট। ১৩২ কেন্দ্রে ৪,৬২৬ বেশি পেয়েছেন বিএনপি প্রার্থী। জানা গেছে স্থগিত কেন্দ্রে ভোটের পরিমাণ ৪,৭৮৭।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ ১৩২ কেন্দ্রের ফলাফল পাওয়ার পরও বিএনপি প্রার্থীকে নির্বাচিত ঘোষণা দেয়া হচ্ছে না। ফলে রিটানিং অফিসারের কার্যালয় ভোটাররা ঘেরাও করে রেখেছে বলে জানা গেছে। প্রাপ্ত ভোট অনুযায়ী ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কার্যালয়টি ঘেরাও করে রাখা হবে বলে ঘোষণা দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন ভোটারা।

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ প্রার্থী অংশ নেন। এর মধ্যে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), সিপিবি-বাসদের মনোনীত প্রার্থী আবু জাফর (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি) ও সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।

সিলেট সিটি কর্পোরেশনের মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং এক লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোট কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।