খোলাবাজার২৪.বুধবার, ০১ আগস্ট , ২০১৮ঃ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটনা। এ সময় শিক্ষার্থীরা ভয়ে কলেজের ভেতরে অবস্থান নেয়। এরপর সড়কের আশপাশে আবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, রাজধানীর অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মিল রেখে সকালে আন্দোলনে নামে দনিয়া কলেজের কয়েকশ' শিক্ষার্থী। এ সময় তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।