খোলাবাজার২৪.বুধবার, ০১ আগস্ট , ২০১৮ঃ প্রথম দর্শনেই নিজেকে পছন্দনীয় করে তোলা চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনার মেধা ও যোগ্যতা বিবেচনার আগেই প্রশ্নকর্তাদের মনে একটা ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। এর জন্য এমন কিছু কৌশল আছে, যা চটজলদি ব্যবহার করতে পারেন—
১. গবেষণায় দেখে গেছে, মানুষ আগন্তুককে দেখার মাত্র দুই সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা করে নেয়। কাজেই এখানে সময় নষ্টের সময়টাও নেই। দেখা হওয়ামাত্র আপনার আন্তরিক হাসি, অভ্যর্থনা জানানোর ভঙ্গি, পোশাকের অবস্থা কিংবা তার সমকক্ষে আসার জন্য আপনার প্রচেষ্টা মূলত দেহের ভাষায় ফুটে ওঠে।
২. প্রথম দর্শনেই নিজেকে অন্যের মনে স্থান করে নিতে কার্যকর পরিকল্পনা দরকার। দেহের ভাষা স্পষ্ট ও গ্রহণযোগ্য হওয়া খুবই জরুরি। আপনার প্রকাশভঙ্গিতে যেন কোনো মেকি ভাব না থাকে। সেখানে কোনো রহস্য থাকাও চলবে না।
৩. ব্যাপক জনপ্রিয় মানুষেরা অনুকরণীয় হতে পারেন। তাঁরা কিভাবে কথা বলেন, তাঁদের ভাব-ভঙ্গি খেয়াল করুন। তাঁদের জনপ্রিয়তার পেছনে এগুলো বেশ শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। কিংবা যাঁকে আপনি পছন্দ করেন, তার কী কী ভালো লাগে? এই প্রশ্নের উত্তর খুঁজলে অনেক কিছু মিলে যাবে।
৪. ভাব প্রকাশের মাধ্যমেই অন্য পক্ষের কাছে মানুষ আস্থাভাজন হয়ে ওঠে। আত্মবিশ্বাসীদের প্রতি সবাই নির্ভর করতে চায়। আর এটাই বড় অস্ত্র হয়ে ওঠে। কাজেই প্রশ্নকর্তাদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে।
৫. তিনটি অতি সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলুন। হাসবেন; যে হাসিটা হবে আন্তরিকতায় পরিপূর্ণ। এই এক হাসিই কিন্তু অনেক কথার চেয়েও ক্ষমতাধর হয়ে থাকে। নাম ধরে পরস্পরের পরিচয় ঘটলে তার নামটা ভুলে যাবেন না। এটা মনোযোগ দিয়ে শুনুন। পরিচয় পর্বে নিজের নামটা স্পষ্ট করে বলুন।
৬. ‘ফার্স্ট ইমপ্রেশন’ কেমন হওয়া উচিত—তার একটা সহজ উদাহরণ টেনেছেন বিশেষজ্ঞরা। ধরুন, টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপন দেখেই পণ্যটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন আপনি। ওই বিজ্ঞাপনটা আপনার মনে যে উপায়ে ছাপ ফেলেছে, আপনাকেও একই পদ্ধতিতে নিজেকে প্রকাশ করতে হবে মাত্র দুই-চার সেকেন্ডের মধ্যে।
৭. মোদ্দা কথা, ভাবের প্রথম প্রকাশ নিজের মনের মতো না হলে হতাশ হবেন না। সাক্ষাৎকারের বাকি অংশে স্বতঃস্ফূর্ত থাকুন।