খোলাবাজার২৪.বুধবার, ০১ আগস্ট , ২০১৮ঃ নৌমন্ত্রীর পদত্যাগ, বাস চালকদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগান দিতে থাকে- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’
আনন্দলোকারী শিক্ষার্থীরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভাইয়ের বিচার যদি এতো বছর পরে হয় তাহলে আমার ভাইয়ের বিচার চার দিন পরেও হবে না কেন? ছাত্র সমাজের দিকে তাকিয়ে হলেও খুনিদের বিচার করুন না হলে আমরা ঘরে ফিরে যাবো না।’
বুধবার (১ আগস্ট) সকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সেখানে যোগ দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ মোড়মুখী সড়কগুলো স্থবির হয়ে পড়েছে।
তারা আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার না হবে এবং নৌমন্ত্রী পদত্যাগ না করবে ততদিন আমরা এই শাহবাগ ছেড়ে কোথাও যাবো না।’
তাজনীন নাহার নামে এক শিক্ষার্থী বলেন, ‘নৌমন্ত্রীর মুখে থুথু মাড়ি। কেন নৌমন্ত্রী আমার ভাই-বোন মারা গেলে হাসবে? সে কি মানুষ না-কি পশু?’
আন্দোলনে যোগ দেয়া কর্মজীবী নারী সেজুতি রানী বলেন, ‘আমি কোনো শিক্ষার্থী না, তারপরেও আমি শাহবাগ এসে ছাত্রছাত্রীদের সাথে যোগ দিয়েছি একমাত্র বিচারের দাবিতে। এখানে শুধু যে ছাত্রছাত্রী থাকবে শুধু তাই নয় এখানে ছোট বড় সবাই যোগ দেয়া উচিত।’
আব্দুল আজিজ নামে একজন বলেন, ‘আমরা কোনো দলের না, আমরা কোনো মতের না। এই আন্দোলন করতে এসে যদি আমার ফাঁসিও হয় তবুও আমি খুনি বাস চালকদের বিচার চাইবোই।’