Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.বৃহস্পতিবার, ০২ আগস্ট , ২০১৮ (পিরোজপুর প্রতিনিধি) : গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটে কারচুপি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং  প্রধান নির্বাচন কমিশানারে পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মির্জা জহুরুল হক,  শিল্প বিষয়ক সম্পাদক নাদির খান রাজু,জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, জেলা জাসাস আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,  জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানজিদ হাসান শাওন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, গাজীপুর ও খুলনার মত এই সিটি নির্বাচনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহোৎসব হয়েছে। বিরোধী দলগুলোর প্রতিপক্ষ কেবল আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়েছে অবৈধ সরকারের প্রশাসন ও অযোগ্য নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন ও পুলিশ ‘আওয়ামী লীগের প্রার্থীদের’ জয়ী করার জন্য এ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলীয় সকল বন্দির মুক্তি দিতে হবে। নির্বাচনকালীন সময়ে সরকারকে পদত্যাগ করে নিরপে সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীন করতে হবে। বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে।