খোলাবাজার২৪.শুক্রবার ০৩ আগস্ট , ২০১৮ঃ অনলাইনে নিজের পরিচয় গোপন করে লেখালেখি করার অধিকার রয়েছে। অনলাইনে কর্মরত সাংবাদিক এবং ব্লগারদের নিরাপত্তার জন্য তাদের পরিচয় গোপন থাকা উচিত। যাতে করে অযাচিত নজরদারি ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
শুক্রবার বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালাটি আয়োজন করে বেসরকারি সংস্থা ‘আর্টিকেল ১৯’। এর বিষয় ছিল
এতে রাইট টু অনলাইন অ্যানোনিমিটি’।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ‘আর্টিকেল ১৯’ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান।
কর্মশালার শুরুতেই তাহমিনা রহমান বলেন, অনলাইনে নিজের পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার থাকা জরুরি। কেননা, তথ্যপ্রযুক্তির যুগে অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে যারা লেখালেখি করেন তারা প্রায়শই অযাচিত নজরদারির শিকার হচ্ছেন। তিনি এজন্য এ বিষয়ে আরও সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনার তাগিদ দেন।
অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন এসেছে। অনলাইনকর্মীদের পরিচয় গোপন করার অধিকারের বিষয়টি আলোচনায় আসা জরুরি। কারণ, রাষ্ট্র যেখানে সব ক্ষেত্রে নজরদারি করছে সেখানে আন্তর্জাতিক আইনের বিষয়গুলো ও অধিকারগুলো জানা থাকলে সবাই সচেতন থাকতে পারবেন।’
অনুষ্ঠানে অনলাইনে নাম পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচকেরা।
আলোচকদের মতে, অনলাইনে যারা কাজ করেন তাদের অধিকার নিয়ে কথা বলার ও সচেতনতা তৈরির সময় এসেছে। অনেকেই নাম গোপন করে নিজের বাকস্বাধীনতার চর্চা করতে চান।
এ বিষয়ে আন্তর্জাতিক কিছু নিয়মনীতি রয়েছে। রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।
কর্মশালায় অনলাইনকর্মী, তথ্যপ্রযুক্তি সাংবাদিক, আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকসহ ৩০ জন উপস্থিত ছিলেন।