খোলাবাজার২৪.শনিবার ০৪ আগস্ট , ২০১৮ঃ মোঃ জহুরুল হক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে অত্র ব্যাংকেই কর্মরত ছিলেন। তিনি হিসাব বিজ্ঞানে ¯œাতক এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন।
মোঃ জহুরুল হক ২০০৫ সালে সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এ যোগদান করেন। তিনি রুপালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তার রয়েছে দীর্ঘ সময়ের বর্ণাঢ্য ব্যাংকিং অভিজ্ঞতা। মোঃ জহুরুল হক দীর্ঘদিন যাবৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।