খোলাবাজার২৪.শনিবার ০৪ আগস্ট , ২০১৮ঃ শ্রীনগর (ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর), ৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার সরকারি বাহিনীর সঙ্গে চলমান বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। খবর সিনহুয়া’র।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫৭ কিলোমিটার দক্ষিণে শপিয়ান জেলার কাইলোরা গ্রামে শুক্রবার বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল. রাজেশ কালিয়া বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, দুই পক্ষের গুলি বিনিময়ে গত রাতে একজন এবং সকালে চার জঙ্গি নিহত হয়েছে।
তিনি বলেন, সংঘর্ষে কোন সেনা কিংবা পুলিশ সদস্য আহত হয়নি।
নিহতরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে পুলিশ জানায়। এখনও ওই এলাকায় অভিযান চলছে।