খোলাবাজার২৪.সোমবার ০৬ আগস্ট , ২০১৮ঃ বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এইদিনে তিনি জীবনের শেষ মুহূর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার শাহাদতবার্ষিকী : উপলক্ষে আজ দিনভর মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ যুক্ত রাজ্যের লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ মরহুমের জীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। : মরহুমের পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি পরিষদ ঢাকা ও সিলেটের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ কন্যা শাহিনা খান জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহ পরান (রহ)-এর দরগা শরীফে বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি সিলেট জেলার বিরাহীমপুরে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ কামাল (রহ)-এর মাজার শরীফে ও বগুড়ার বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদে এদিনটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। : বাংলাদেশ নৌবাহিনী এদিনটি ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনায় বিভিন্ন নৌঘাঁটিতে যথাযথ মর্যাদায় পালন করবে। সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সারা দেশব্যাপী শতাধিক শাখায় মরহুমের জন্য বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। আজ মাহবুব আলী খান স্মৃতি পরিষদের আয়োজনে “পবিত্র মক্কা শরীফে” বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া ৭ আগস্ট বাদ জোহর ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দেয়া এবং বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। : এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দিনকালকে জানান, আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকায় মরহুমের বাসভবন ৫ নং সড়কে, ৪০ নং বাড়ির “মাহবুব ভবন”-এ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। : :