খোলাবাজার২৪.সোমবার ০৬ আগস্ট , ২০১৮ঃ মোঃ রাসেল মিয়া: নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সদর উপজেলার ব্যাংক কলনী নামক স্থানে ৫ তলা বিল্ডিংয়ের নিচের টাঙ্কির কাজ করতে গিয়ে খাদে পড়ে আজ সোমবার দুপুর অনুমান ৩ টার দিকে ৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতদের নরসিংদী জেলা হাসপাতালের বেডে রাখা হয়েছে।এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান ঘটনা পরিদর্শন করেন এবং নির্মাণাধীন ভবনে নিচের টাঙ্কির কাজ করার সময় খাদে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং সেই সাথে ১ জন আহত হয়েছেন।নিহত শ্রমিকেরা হচ্ছেন রমিজ (২৬) পিতা- ছালাউদ্দিন, ঘোড়াদিয়া ,রাকিব (২২) পিতা- মোছাদ্দিক শিবপুর, সিরাজুল ইসলাম (৩২), পিতা- ছালাউদ্দিন, ঘোড়াদিয়া, রমিজ (২৬) পিতা- ছালাউদ্দিন, ঘোড়াদিয়া থানা- শিবপুর, নরসিংদী এবং আহত ব্যাক্তি হলেন কামাল (৪০), পিতা- সিরাজুল ইসলাম, ঘোড়াদিয়া, শিবপুর, নরসিংদী।নিহত শ্রমিকদের সহকর্মীরা জানান, নির্মাণাধীন বহুতল ভবনের নিচ তলায় গ্রাউন্ডফ্লোরের টাঙ্কির কাজ করতে গিয়ে হঠাৎ ২ জন আটকে পড়ে। পরে তাদেরকে আরেকজন উদ্ধার করতে গিয়ে সেও আটকা পড়ে। তাৎক্ষনিক কোন সাড়া শব্দ না পেলে কামাল মিয়া চিৎকার করলে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে।
পরে প্রথমে সদর থানায় ঘটনাটি জানালে তাদের পরিচালনায় উক্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট তাৎক্ষনিক আসে এবং তাদের প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে ৩ জন শ্রমিকের লাশ এবং ১জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে নিহতদের লাশ নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করা হয়।