Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.মঙ্গলবার  ০৭ আগস্ট , ২০১৮ঃ  ( মোঃরাসেল মিয়া ) নরসিংদী প্রতিনিধি ঃ  ট্রাফিক সপ্তাহ- ২০১৮ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু হয়ে র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন র‌্যালিতে নেতৃত্ব দেন। এতে জেলা পুলিশ, রোভার স্কাউটস, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র‌্যালি শেষে জেলখানা মোড়ে মহাসড়কের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পথচারী, যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা ও সচেতন থাকার অনুরোধ জানান তারা।