খোলাবাজার২৪.বুধবার ০৮ঃআগস্ট , ২০১৮ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ফিউচারলিডার্স এর যৌথ আয়োজনে গত ১ ও ২ আগস্ট ২০১৮ তারিখে ব্রাক সিডিএম, রাজেন্দ্রপুর, গাজীপুরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে “লিডিং টু টিম বিল্ডিং” শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম উপস্থিত ছিলেন। আলকনা কে. চৌধুরী, এসইভিপি ও বিভাগীয় প্রধান, মানব সম্পদ বিভাগ উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় আগামি দিনে ব্যাংকের নেতৃত্ব প্রদান ও অভিষ্ঠ লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার বিষয়ে নির্বাহী ও কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।