Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪.শুক্রবার ১০ আগস্ট ,২০১৮ঃ " ঢাকা অ্যাটাক" গত বছর ৬ অক্টোবর দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার অনলাইনে মুক্তি পাচ্ছে শুভ ও মাহি অভিনীত এই ছবিটি। ভিডিওনির্ভর সাইট বায়স্কোপ-এ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক দীপংকর দীপন।

পরিচালক জানান, বায়স্কোপের সঙ্গে আগেই চুক্তি হয়েছিল। সে অনুযায়ী ছবিটি এবার মুক্তি পাচ্ছে। এখান থেকে দর্শকরা ফ্রিতে দেখতে পারবেন ছবিটি। ‘ঢাকা অ্যাটাক’ দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার।

আরিফিন শুভ, মাহি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র ও অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান।