Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খবর বাংলাদেশ

881

Shares


খোলাবাজার২৪.শনিবার ১১ আগস্ট ,২০১৮ঃ এবার কোরবানির ঈদ কবে হবে- তা জানা যাবে আগামী ১২ অগাস্ট রোববার।

ঈদুল আজহার তারিখ নির্ধারণে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মমন্ত্রী মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন বলে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ অগাস্ট।

আর রোববার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ২৩ অগাস্ট।

রোববার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এবার ২২ অগাস্ট কোরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ অগাস্ট কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

তবে ঈদ ২৩ অগাস্ট হলেও ছুটি বাড়বে না, কারণ ২৪ ও ২৫ অগাস্ট শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি।

ঈদ যেদিনই হোক না কেন ২১ থেকে ২৫ অগাস্ট টানা পাঁচ দিনের ছুটি ভোগ করেবেন সরকারি চাকরিজীবীরা।