Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪. মঙ্গলবার ১৪ আগস্ট ,২০১৮ঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আমরা অবহিত আছি।

ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমির সহপাঠিরা জানিয়েছেন, সে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলো।

এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।