খোলাবাজার২৪. মঙ্গলবার ১৪ আগস্ট ,২০১৮ঃ মাইলসের ভক্তদের জন্য দারুণ খবর! এরই মধ্যে সবাই জেনে গেছেন, শাফিন আহমেদ আবার ফিরে আসছেন এই ব্যান্ডে। সেই পুরোনো লাইনআপ নিয়ে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। শিগগিরই সেই জনপ্রিয় মাইলসকে দেখা যাবে। তবে কোনো কনসার্টে নয়; শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, তুর্য আর জুয়েলকে নিয়ে মাইলস এবার গান করবে টিভিতে। জানা গেছে, এবার নাগরিক টিভির ঈদের অনুষ্ঠানমালায় ২৭ আগস্ট গান করবে মাইলস। অনুষ্ঠানের নাম ‘গানের মেলায়’। সেদিন রাত ১১টা থেকে ২টা পর্যন্ত স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এদিকে শাফিন আহমেদ মাইলসে যোগ দেওয়ার পর ‘সবাইকে জানাতে চাই, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা দূর হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের আবার একসঙ্গে মঞ্চে দেখা যাবে। আমাদের ভক্ত আর দর্শকদের আগের মতো পাশে চাই।’
আর শাফিন আহমেদ বলেছেন, ‘আমি ফিরে আসার পর ভক্তরা সবাই খুশি, আনন্দিত। আমরা সবাই তা উপলব্ধি করতে পারছি। দুর্ঘটনার কথা নতুন করে ভক্তদের মনে করিয়ে দিতে চাই না। আমি ইতিবাচক ব্যাপারগুলো নিয়ে থাকতে চাই। নিজেদের কাজ নিয়ে কথা বলতে চাই।’ তিনি আরও বলেছেন, ‘বিভেদ মিটিয়ে যেহেতু আমরা এক হয়েছি, সেসব আর ঘাঁটানোর দরকার নেই। কোনো অর্থই হয় না। এটা শুধু ভক্তদের মনে করিয়ে দেবে, তা না, বিভ্রান্তির সৃষ্টি করবে। পেছন দিকের ঘটনা কী হয়েছিল, কেন হয়েছিল—বহু লেখালেখি হয়েছে, এটা মনে করিয়ে দিতে চাই না।’
নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেছেন, ‘আমরা মাইলসের সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ নাগরিকের আমন্ত্রণ তাঁরা গ্রহণ করেছেন। ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবার গান করবে মাইলস। আমরা আশা করছি, দর্শক আবার সেই জনপ্রিয় মাইলসকে উপভোগ করবেন।’
জানা গেছে, এই অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গানও করবে মাইলস। তবে দর্শকদের পছন্দেও কিছু গান করবে, কারণ এই অনুষ্ঠানে দর্শক সরাসরি গানের ব্যাপারে অনুরোধ করতে পারবেন।