খোলাবাজার২৪. বুধবার ১৫ আগস্ট ,২০১৮ঃ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। রাজধানীর পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিকুর রহমান, মোঃ আব্দুর রহীম দুয়ারি, মোঃ মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।
দিনব্যাপী কার্যক্রমের আওতায় সকালে ‘এআইবিএল টাওয়ার’-এ ১০ জন হাফেজে কুরআন এর অংশগ্রহণের মাধ্যমে ২ বার খতমে কোরআন এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম বাঙালী জাতি তথা বাংলাদেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কলঙ্কিত দিনের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ওই দিন বাঙালী জাতির যে ক্ষতি সাধিত হয়েছে, তা আর কখনোই পূরণ হওয়ার নয়।
তিনি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বাঙালী জাতির মহায়নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। পরবর্তীতে উপব্যবস্থাপনা পরিচালক ব্যাংক প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফুর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে জাতির জনকের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।