Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪. বুধবার ১৫ আগস্ট ,২০১৮ঃ  মোঃরাসেল মিয়া : নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হচ্ছে। আজ (১৫ আগস্ট) শোকাবহ এ দিনে ভোর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন করা হচ্ছে।জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছে জেলা প্রশাসক সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।

পাশাপাশি নিহতদের আত্মার শান্তিকামনা করে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায়ও একই কর্মসূচি পালিত হচ্ছে।নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় হতে শোকর‌্যালি শুরু হয়ে জেলা মুক্তিযোদ্ধার সংসদে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছে।এতে অংশ নিয়েছেন প্রধান অতিথি জেলা প্রাশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এবং পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মোতালিব পাঠান ও সকল সরকারী কর্মকর্তা প্রমুখ।

সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে শিশু একাডেমির চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত এবং মিলাদ-মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয় পৌরসভার সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।বুধবার সকাল থেকে নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে চলছে জাতির জনকের ভাষণ, আর দেশাত্মবোধক গান।আয়োজকরা জানান, শোক দিবস উপলক্ষে দুঃস্থদের জন্য এ আয়োজন করা হয়েছে।

সকাল থেকে খাবার বিতরণ করা হচ্ছে। পরে নরসিংদী জেলা প্রশাসনের  উদ্যোগে দিনব্যাপি মুক্তিযোদ্ধাদের মেডিকেল চেকাপও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়যোন করেন । এতে জেলা প্রাশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্বেচ্ছায় রক্তদেন ।