খোলাবাজার২৪. বুধবার ১৫ আগস্ট ,২০১৮ঃ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাহয়।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা কমিটির চেয়ারম্যান ড. মোঃজিল্লুররহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ভাইস- চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল আলম, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লে. কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মোঃজয়নাল আবেদীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাল মোঃমনিরুল মাওলা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভাপতি প্রফেসর ড. আহমদ আবুল কালাম। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ।এসময় উপ- নির্বাহী পরিচালক মো. নজিবর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া শোক দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক হসপিটাল সমুহে আলোচনা সভা ,দোয়া মাহফিল ,ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।