খোলাবাজার২৪. শুক্রবার ১৭ আগস্ট ,২০১৮ঃউপমহাদেশের প্রবীণ রাজনীতিক, বিজিপির প্রবীণ নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, উপমহাদেশের তথা ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপায়ি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক হিসাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে তিনি অনণ্য ভূমিকা পালন করেছেন। ত্যাগ-নিষ্ঠার মাধ্যমে নিজেকে ভারতের রাজনীতির সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে স্বক্ষম হয়েছিলেন।
শোক বার্তায় নেতৃদ্বয় তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।