খোলাবাজার২৪. শুক্রবার ১৭ আগস্ট ,২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ তানজিমান আহমেদ তানিন (১৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে টাউনহল মোড় থেকে ডিবির এস আই আব্দুল গাফফার, পিপিএম ও তার সঙ্গীয় ফোর্স তাকে পিস্তলসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তানিন নরসিংদীর পূর্ব ভেলানগরের মৃত আঃ জাহেরের পুত্র।নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার জানায়, গ্রেফতারকৃত তানিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও সন্ত্রাসী কার্যকলাপ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সে বিভিন্ন সময় অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো।পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানায়, যতটুকু জানতে পেরেছি। তার সাথে বেশ কয়েকটি চক্র জড়িত রয়েছে যারা তাকে নেতৃত্ব দিয়ে আসছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সন্ত্রাসী তানিন ও তার সাঙ্গ-পাঙ্গদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।