খোলাবাজার২৪. শুক্রবার ১৭ আগস্ট ,২০১৮ঃ পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে আজ শুক্রবার ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান সুপার লিগ (পিসিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় তাকে তা নিষেধাজ্ঞা দিয়েছে।
এ নিষেধাজ্ঞার ফলে এক দশক ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না নাসির জামশেদ। নিষেধাজ্ঞা শেষ হতে হতে নাসিরের বয়স হবে ৩৮। নিষেধাজ্ঞা না কমলে এ ক্রিকেটারের ক্যারিয়ারেই দাঁড়ি পড়ে যাবে।