খোলাবাজার২৪.শনিবার ১৮ আগস্ট ,২০১৮ঃ মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শক্রবার (১৭ আগষ্ট) দিবগত রাতে উপজেলার খামার ভাতি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:- উপজেলার খামার ভাতি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মাসুদ হাসান জাহিদ (৩২), একই উপজেলার চন্দ্রপুর এলাকার হাসান আলীর ছেলে নয়ন মিয়া (২২)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, শক্রবার দিবগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামার ভাতি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় তাদের আটক করলে তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।