Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪.রবিবার ১৯ আগস্ট ,২০১৮ঃফিলিস্তিনি প্রাপকদের চিঠিপত্র ও পার্সেল জর্ডান থেকে ফিলিস্তিনে প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে এসব চিঠিপত্র ও পার্সেল ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে পৌঁছেছে। প্রায় আট বছর ধরে জমতে থাকা এসব চিঠিপত্র ও পার্সেল ইসরায়েলি বাধার কারণে পড়ে থাকায় এর ওজন দাঁড়িয়েছে ১০ টন। খবর গার্ডিয়ান’র।

খবরে বলা হয়, পারিবারিক ছবি, পোস্টকার্ড ও চিঠির সঙ্গে রয়েছে ওষুধ থেকে শুরু করে করে হুইল চেয়ারের মতো পার্সেলও। ১০ টনের চিঠিপত্র ও পার্সেলের যে চালান ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে দিয়েছে ইসরায়েল তার বহু জিনিসই নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। ডাক বিভাগের কর্মীরা এসব পার্সেলের সঙ্গে এখন নোট সেঁটে দিচ্ছেন, যাতে লেখা হচ্ছে, ইসরায়েলের কাছ থেকেই সেগুলো ভাঙা বা নষ্ট অবস্থায় এসে পৌঁছেছে।

উল্লেখ্য, ইসরায়েল সরাসরি ফিলিস্তিনের ডাক বিভাগের কাছে পাঠানো কোনো চিঠি বা পার্সেল বিলি করে না।