Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘রাজাধিরাজ রাজ্জাক’

খোলাবাজার২৪.রবিবার ১৯ আগস্ট ,২০১৮ঃ ঢালিউডের কিংবদন্তী অভিনেতা রাজ্জাকের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ৯০ মিনিট ব্যাপ্তির সেই প্রামাণ্যচিত্রটির নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’।

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। এদিন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে প্রামাণ্যচিত্রটি। নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এ বায়োপিকটি নির্মাণ শুরু করেন।

শাইখ সিরাজ বলেন, যখন স্কুলে পড়ি, গুলশানে রাজ্জাকের বাড়ি তৈরি হচ্ছিল। বাড়িতে সুইমিং পুল ছিল। সেটা দেখতে গিয়েছিলাম। বড় হয়ে এগুলো মনে করে নস্টালজিক হয়ে পড়ি। মনে হলো, রাজ্জাকের ওপর একটি তথ্যচিত্র বানাই।

গত ১৬ আগস্ট চ্যানেল আই ভবনে ২৭ মিনিটের ‘রাজাধিরাজ রাজ্জাক’ সংক্ষিপ্ত রূপে দেখানো হয়। এর পরের দিন বিকাল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হয় প্রামাণ্যচিত্রটি।