খোলাবাজার২৪.শনিবার ,০১ সেপ্টেম্বর ২০১৮ : আওয়াল হোসেন, বানারিপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ছাত্রলীগের উপর বর্বরোচিত হামলার পরে মামলার আসামী গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বানারীপাড়া পৌর শহর প্রদক্ষিন করে।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দরা মিছিল সহকারে বানারীপাড়া থানার সামনে উপস্থিত হলে বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান তাদের গতিরোধ করে তাদের শান্ত হতে বলে ও তাদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করে বলেন ছাত্রলীগ সম্পাদক সহ নেতৃবৃন্দের উপর হামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন বলে আশ্বাস দেন ও ছাত্রলীগ সম্পাদক সহ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা উর্ধতন কর্মকর্তা সাথে আলোচনা করে মামলা প্রত্যাহার করবেন বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে পৌর ছাত্রলীগ সম্পাদক সজল চৌধুরী জানান তাদের সিনিয়র নেতৃবৃন্দ বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক সুমম রায় বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের কাছে মৌখিক অভিযোগ করেছেন যে তাদের উপর হামলার আসামীরা বানারীপাড়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার বাড়ি আত্মগোপনে রয়েছে। তাৎক্ষণিক উপজেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ হাজারো নেতাকর্মীরা তার বাড়ি তল্লাশি করার স্লোগান দিতে থাকে। তিনি আরো জানান বানারীপাড়া ওসির আশ্বাসে তারা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বখস, সাবেক সাইফুল ইসলাম ,ছাত্রলীগ নেতা ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, শহিদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাগর আহমেদ সাজু,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি,প্রসেনজিৎ বড়াল, হৃদয় সাহা, অমরশীল, পৌর ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাসেল মাল,চাখার ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক আবিদাল হাসান রাজু,সলিয়া বাকপুর যুগ্ম সম্পাদক মনির হোসেন,বানারীপাড়া সদর ইউনিয়ন যুগ্ম সম্পাদক সৌরভ ঘরামী,বিশারকান্দী যুগ্ম সম্পাদক মিথুন চক্রবর্তী,যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম,ইলুহার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সৈয়দকাঠী ছাত্রলীগ নেতা শাহজালাল ও মো.আলআমিন, বানারীপাড়া কলেজ ছাত্রলীগ নেতা মো.মিরাজ ও মো.নাফি.চাখার সরকারি শেরেবাংলা কলেজ ছাত্রলীগ নেতা মো.রনি,পারভেজ মল্লিক প্রমুখ।।