Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.সোমবার ,০৩ সেপ্টেম্বর ২০১৮ : নরসিংদী প্রতিনিধিঃনরসিংদীতে অপহরণকারী চক্রের ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপহরণকারী রনি, রতন, মর্জিনা। শনিবার রাত ৯.৩০ টার দিকে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকা হতে ইমরুলকে অপহরণ করে সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা দফায় দফায় বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে ৪৩ হাজার টাকা, কিন্তু ভিকটিমকে ছাড়ে নাই। ভিকটিমের স্বজনরা নিরুপায় হয়ে অজ সকালে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম  মহোদয়কে মৌখিকভাবে অবগত করলে পুলিশ সুপারে নির্দেশে ও দিক নির্দেশনায় ওসি ডিবি  মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ রবি বার ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিনজনকে গ্রেফতার করেন ডিবি এসআই রুপণ কুমার সরকার। অপহরণকারীরা প্রথমে কাউকে টার্গেট করে । মহিলাকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক পযায়ে কৌশলে তার নিয়ন্ত্রণে এনে অপহরণকারী চক্রের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অসছে দীঘদিন ধরে ।