Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.সোমবার ,০৩ সেপ্টেম্বর ২০১৮ :  ধুনট উপজেলায় সহপাঠীর ছুরিকাঘাতে রবিন (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।

 

রবিন উপজেলার মাঠপাড়া গ্রামের মাহিনুর রহমানের ছেলে। সে ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের কলেজপাড়ার অহেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মোবাইল ফোনে ছবি তোলাকে কেন্দ্র করে রবিন ও রাকিবুলের মধ্যে আগে থেকে বিরোধ রয়েছে। 

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রবিন বিদ্যালয়ে ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনার চত্বরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠে। এ সময় রাকিবুল ঘটনাস্থলে পৌঁছে পূর্ব বিরোধের জের ধরে রবিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে।

 

এক পর্যায়ে রাকিবের ছুরিকাঘাতে রবিন আহত হয়েছে। এ সময় অন্যান্য সহপাঠীরা রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাত রবিনের বাম হাত কেটে গেছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।