Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪. মঙ্গলবার ,০৪ সেপ্টেম্বর ২০১৮ : সম্প্রতি নতুন টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে উন্নতি হয়েছে দুই ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান আর মঈন আলির।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষসেরা অবস্থান ধরে রেখেছে বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসান। শীর্ষ বোলার হিসেবে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

আইসিরির সেরা ১০০ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ৯ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান যিনি ব্যাটসম্যানদের সেরা বিশের তালিকায় আছেন। তার রেটিং পয়েন্ট ৬৩২। অন্যদিকে তালিকার ২৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ৫৯০ পয়েন্ট নিয়ে সে ২৮ নম্বরে আছে। মুশফিকুর রহিম আছেন ৩০ নম্বরে। তার পয়েন্ট ৫৮৯।

বোলিংয়ে বাংলাদেশিদের সেরা তালিকায় সাকিব অাল হাসান। ২১ নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৬৫। মেহেদি হাসান মিরাজ ৫১০ পয়েন্ট নিয়ে ৩৫। আর ৩৭ নম্বরে থাকা আরেক স্পিনার তাইজুল ইসলামে ৫০৭ নম্বর রেটিং।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২০। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ৩৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ভারতের রবিন্দ্র জাদেজা ৩৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয়।

এক নজরে দেখে নিন আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকা:

আইসিসির শীর্ষ দশ ব্যাটসম্যান
১। বিরাট কোহলি (ভারত) – ৯৩৭ পয়েন্ট

২। স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ৯২৯ পয়েন্ট

৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৮৪৭ পয়েন্ট

৪। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৮২০ পয়েন্ট

৫। জো রুট (ইংল্যান্ড) – ৮০৯ পয়েন্ট

৬। চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৯৮ পয়েন্ট

৭। দিমুথ করুনারাত্নে (শ্রীলঙ্কা) – ৭৫৪ পয়েন্ট

৮। দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা) – ৭৩৩ পয়েন্ট

৯। ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) – ৭২৪ পয়েন্ট

১০। এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা) – ৭০৩ পয়েন্ট

বাংলাদেশি সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যান
২০। সাকিব আল হাসান- ৬৩২ পয়েন্ট

২৮। তামিম ইকবাল- ৫৯০ পয়েন্ট

৩০। মুশফিকুর রহিম- ৫৮৯ পয়েন্ট

৪১। মমিনুল হক- ৫৪৯ পয়েন্ট

৭৫। ইমরুল কায়েস- ৪১১ পয়েন্ট

আইসিসির শীর্ষ দশ বোলার
১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ৮৬৯ পয়েন্ট

২। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮৬২ পয়েন্ট

৩। রবিন্দ্র জাদেজা (ভারত) – ৮৩২ পয়েন্ট

৪। ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৮২৬ পয়েন্ট

৫। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – ৮০০ পয়েন্ট

৬। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ৭৯৫ পয়েন্ট

৭। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) – ৭৯১ পয়েন্ট

৮। রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৭৭৭ পয়েন্ট

৯। নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) – ৭৬৫ পয়েন্ট

১০। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ৭৫৯ পয়েন্ট

বাংলাদেশি সেরা পাঁচ বোলার
২১। সাকিব আল হাসান- ৬৬৫ পয়েন্ট

৩৫। মেহেদি হাসান মিরাজ-৫১০ পয়েন্ট

৩৬। তাইজুল ইসলাম- ৫০৭ পয়েন্ট

৪৯। মুস্তাফিজুর রহমান – ৩৪৮ পয়েন্ট

৬৮। মাহমুদুল্লাহ রিয়াদ- ২২১ পয়েন্ট

আইসিসির শীর্ষ পাঁচ অলরাউন্ডার
১। সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪২০ পয়েন্ট

২। ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) – ৩৭০ পয়েন্ট

৩। রবিন্দ্র জাদেজা (ভারত) – ৩৬৩ পয়েন্ট

৪। জেসন হোল্ডার (উইন্ডিজ) – ৩৫৪ পয়েন্ট

৫। রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৩৫১ পয়েন্ট