খোলাবাজার২৪. শুক্রবার ,০৭ সেপ্টেম্বর ২০১৮ : নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ব্যাটারি কারখানার বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মর্নিংসান স্কুল এন্ড কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। পরে স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দুপুরে ওই গ্যাস নির্গত হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অসুস্থ হতে থাকে।
এতে অসুস্থ ৭ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান স্কুল কর্তৃপক্ষ।পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও প্রশাসনকে অবগত করলে ঘটনার ৩০ মিনিটের মধ্যে তারা উপস্থিত হয়ে পার্শ্ববর্তী একটি চায়না ব্যাটারি উৎপাদন কারখানা পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন যে, নির্গত গ্যাস ওই কারখানা থেকেই বাতাসে মিশে স্কুলের দিকে ধেয়ে আসার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্কুলের প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম জানান, ক্লাস চলাকালীন সময়ে ঝাঁঝালো দুর্গন্ধে কয়েকজন শিক্ষার্থী বমি করতে থাকে।
পরে বিষয়টি আঁচ করতে পেরে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।মাধবদী থানা ফায়ার সার্ভিস ইনচার্জ সোহেল রানা জানান, আমরা প্রাথমিক তদন্তে বুঝতে পেরেছি পার্শ্ববর্তী একটি ব্যাটারি কারখানা থেকে গ্যাস নির্গত হলে এর প্রভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।ঘটনাটি মাধবদী থানা অফিসার্স ইনচার্জ আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।