Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪. শনিবার ,০৮ সেপ্টেম্বর ২০১৮ :  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিদলাই গ্রামে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সীমানা নিয়ে সিদলাই গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শামছুল হক গ্রুপের সঙ্গে লিটন গ্রুপের অনেক দিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে সিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ১৫ জন।

আহতদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যায় আবদুস ছোবহানের ছেলে চা দোকানি শানু মিয়া। বাকি আহত পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত দুইজন শামছুল হক গ্রুপের লোক বলে জানা গেছে।

সংঘর্ষে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির। তিনি বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।