Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. সোমবার ,১০ সেপ্টেম্বর ২০১৮: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনায় লিড ব্যাংক পদ্ধতিতে মেহেরপুর জেলার সকল বাণিজ্যিক ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের নিয়ে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যমেলকো আবু রেজা মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফআইইউ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডি-ক্যামেলকো মোঃ রফিকুল ইসলাম এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মেহেরপুর শাখাপ্রধান মোঃ জামিনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক সাইয়েদ কামরুল ইসলাম ও  মোঃ রাশেদ।