খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১১ সেপ্টেম্বর ২০১৮: রাষ্ট্রে ন্যায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এই মুহুর্তে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশে চলমান আওয়ামী দু:শাসন থেকে মুক্তি পেতে এই ঐক্য গড়তে সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ছাত্র-জনতাকে এক কাতারে আসতে হবে।
বড় সংগঠনগুলোকে বড়ত্বের অহমিকা পরিহার করে তুলনামূলক ছোট সংগঠনগুলো সম্মানপূর্বক আহাবান জানাতে হবে। সাদরে তাদের গ্রহণ করে চলমান দু:শাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে বাংলাদেশ টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর এটি করতে শুধুমাত্র রাজনীতির তারকাদের মধ্যে ঐক্য’র নামে রাষ্ট্র ক্ষমতার ভাগাভাগি করলে হবে না। যদি এটি করা হয় তবে তা হবে প্রকাশ্য জাতীয় প্রতারণার সামিল। এই মুহুর্তে তারকাদের ঐক্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সার্বজনীন ঐক্য গড়তে হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ এর প্রেসিডিয়াম মেম্বারদের এক জরুরী সভায় বাগসদ সভাপতি গণ সংগঠক সরদার শাম্স আল-মামুন একথা বলেন। তিনি বলেন জাতীয় ঐক্যেও মূল নেতৃত্বে যারা আছেন, তাদেও আরও বেশী উদার মনের পরিচয় দিয়ে ব্যক্তি ও পরিবারে স্বার্থেও উর্দ্ধে থাকতে হবে। তা না হলে সেই চিরাচরিত রাষ্ট্র ক্ষমতা তথা আসন ভাগাভাগিই দেখবে জনগন। কিন্তু দেশের মানুষ এহেন ভাগ-বাটোয়ারার রাজনীতি আর দেখতে চায়না। মানুষ দেখতে চায় ন্যায়ের রাজনীতি, সাম্য, সম্প্রীতি ও সুশাসনের রাজনীতি। যা বাগসদ এর মূলমন্ত্র।
বাগসদ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চলমান আন্দোলন-সংগ্রাম ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগসদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন দলের নীতিনির্ধারক নেতৃবৃন্দ। বাগসদ সভাপতি সরদার শাম্স আল-মামুন এর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন প্রেসিডিয়াম সদস্য নূর করিম ভূইয়া, নাজমুল হাসান, হান্নান সরকার, মতিউর রহমান জাকির প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক খোলা বাজার পত্রিকার প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম।