Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮:  মামলা আতঙ্কে গ্রেফতার এড়াতে পালিয়ে  বেড়াচ্ছেন ছাত্রদলের  নেতা-কর্মীরা।জানা গেছে, জেলা  ছাত্রদলের  সাধারন সম্পাদক বদিউজ্জামান রুবেল ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। সদর  থানা ও  নেছারাবাদে এ ২টি মামলা দায়ের হয়েছে।  

গত ১লা সেপ্টম্বর বিএনপি’র  প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বাদাগ্রস্ত করতে তার আগের  দিন  রাতে জেলা  ছাত্রদলের  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও  রেহান রাজুকে  গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতা  পরিকল্পনা ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।

এ  মামলায় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক  শেখ বদিউজ্জামান রুবেল সহ ৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। মামলার অন্য আসামীরা হলো- সহ-সভাপতি  এমরান হাসান সজীব, খায়রুল ইসলাম বাবু, ছাত্রদল  নেতা মো. মিজানুর রহমান  শেখ, পরাগ সর্দার।

এছাড়া  একই রাতে  জেলার  নেছারাবাদ উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক  মোঃ আল-আমীন শিকদারকে  তার নিজ বাসা থেকে  অস্ত্র সহ গ্রেফতার করে নেছারাবাদ থানা পুলিশ।  

এ ঘটনায় ওই  উপজেলায় ছাত্রদলের  ৯  নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যান্য আসামীরা হলো- নেছারাবাদ উপজেলা   ছাত্রদলের আহ্বায়ক  হিরন আহম্মেদ  মহিউদ্দিন,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সোহেল রানা মৃধা, যুগ্ম আহ্বায়ক রাজীব রায়হান,  সোহেল ব্যাপারী, হাসান শিকদার,  পৌর ছাত্রদলের  সভাপতি  গোলাম কিরবীয়া   সোহাগ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের,  যুগ্ম সম্পাদক কাজী রাকিব।  

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপি'র সাধারন সম্পাদক আলগীর হোসেন বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে তাদের ব্যর্থতা ঢাকার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফিরানোর জন্য নির্যাতনকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে যার জের ধরে এই  মিথ্যা মামলা। জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়েছে। সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নীচে মাটি নেই। মিথ্যা মামলার অপরাজনীতির জন্য আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে।মামলা আতঙ্কে গ্রেফতার এড়াতে পালিয়ে  বেড়াচ্ছেন ছাত্রদলের  নেতা-কর্মীরা এটা দুঃখজনক।তিনি অবিলম্বে ছাত্রদলের নেতাকর্মীদের নামে করা  এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।  

এ বিষয়ে পিরোজপুর  জেলা  ছাত্রদলের  সভাপতি হাসান আল মামুন জানান এ  মামলা রাজনিতিক প্রতি হিংসার মামলা আমি এই মিথ্যা মানলার  তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এই মামলায় গ্রেফতার কৃতদের ছাত্রদলের নেতাদের মুক্তি ও এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

তিনি আরো বলেন, আমাদের পিরোজপুর জেলায় দীর্ঘ দিন পর নতুন কমিটি দেয়া হয়েছে বর্তমান কমিটি যে কোন সমায়ের চেয়ে শক্তিশালী তাই আমাদের এই সুসংগঠিত নেতৃত্বকে  রাজনৈতিকভাবে হয়রানী করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, জেলা ছাত্রদলের  সাংগঠনিক সম্পাদক  মো. সালাউদ্দিন কুমারকে  গ্রেফতারের ২ দিন পর তাকে  গ্রেফতার  দেখিয়ে নাশকতার  পরিকল্পনা ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে সদর থানা পুলিশ যা সম্পুর্ন্য মিথ্যা।