খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভা সম্প্রতি (৩০ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আলহাজ্জ আব্দুস সামাদ লাবু, আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, মোঃ আমির উদ্দিন পিপিএম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং মোহাম্মদ জুবায়ের ওয়াফা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব মোঃ মাহমুদুর রহমানসহ শীর্ষ নির্বাহীবৃন্দ।