খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮: সম্প্রতি ঢাকা জেলা পুলিশ ও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মধ্যে ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান, পিপিএম এবং ইউসিবি’র ইভিপি ও হেড অব ইউক্যাশ জনাব এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস।
চুক্তি অনুযায়ী এখন থেকে ইউসিবিএল এর মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘ইউক্যাশে’ এর নি্কটস্থ যেকোন এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ একাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।