Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮: কেন তুই এমন করিস ? কেন আমাকে বুঝিস না তুই ? তোর সাথে কথা বলতে চাই নিজে থেকে, কিন্তু কেন তুই আমার আর তোর সকল স্মৃতি  মুছে দিলি ? তুই কি পারবি কখোন সেই হাতিরঝিল,স্মৃতি সৌধ, চিড়িয়াখানা , অফিস, টিএসসি, ডসি + রিক্সার সেই স্মৃতি কখনো ফিরিয়ে দিতে বল? তাহলে কেন তুই এটা করলি বল? তোর সব আবদার রাখি। তাও তুই বুঝিস না? বল না,কি করলে বুঝবি?  তোকে আমি ভালোবাসি ? আমার তো আর সহ্য হয় না!আয়না আমার কাছে,কেন দুরে দুরে থাকিস ? আয়না,আমায় একটু ভালোবাসদে,আমি তোকে আমার জানটা খুলে দিব।আর কি চাস তুই ? বল,আমি সব দিবো তোকে।সুধু আমায় তোর একটু ভালোবাসা দে……

R তুই……… 

কখনো যদি মনে করো…..
একা হয়ে গেছো R…..
কাছের মানুষটাও দিয়েছে দু:খ তোকে….
তবে চলে আসিস সেই…..
পরিচিত আগের ঠিকানায়…..  
আমি থাকব দাড়িয়ে…..
স্বাগত জানাতে তোকে R…..
ভুল করেও পুরোনো কথা…..
আমি তুলবো না R…..
কি ছিল অপরাধ…..
কি ছিল ভুল তোর R…..
আবার নতুন করে…..
সাজাবো জীবন দুজনায় R…..
ভাঙ্গা মন লাগাবো জোড়া আমি ভালবাসায় R…..
আঘাতের দাগ মুছে যাবে সুখের ছোয়ায়…..
আবার সোনালী স্মৃতি হবে লেখা আমি ভালবাসি তোকে R……