Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. বৃহস্পতবার ,১৩ সেপ্টেম্বর ২০১৮:  সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ২০০৭ সালে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ টি শর্ত দিয়েছিলেন। বিরোধী দলে থেকে যখন তিনি ওই শর্ত পালনের জন্য বলেছিলেন। আশা করি সরকারে থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য ওই শর্ত থেকে সরে আসবেন না।

আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বার সমিতি আয়োজিত মতবিনিময় সভায় তিন এসব কথা বলেন।

ড. কামাল বলেন, সবাই মিলে চেষ্টা করছি জাতীয় ঐক্যমত গড়ে তুলতে। ঐক্যমত গড়ে তুলতে পারলে আমরা সফল হব দাবি আদায়ে। নীতির ব্যাপারে যখন ঐক্যবদ্ধ হয়েছি তখনই জয়ী হয়েছি।

দুর্নীতি মামলায় দণ্ড প্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারের স্থাপিত অস্থায়ী আদালত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, কোন কারণে জেলের ভেতর এত নাটক করা হচ্ছে? 
তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছে তারা অসভ্য। তাদের বিচার একদিন হবেই।

তিনি বলেন, আমরা নামকাওয়াস্তে নয়, কার্যকর গণতন্ত্র চাই। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। সুপ্রিমকোর্ট বার সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বার সভাপতি জয়নুল আবেদীন।