Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮:  ১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম দিয়েই আমাদের চলচ্চিত্রাঙ্গন পেয়েছিল চিত্রনায়ক মান্না, সোহেল চৌধুরী, আমিন খান, চিত্রনায়িকা দিতি, অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, খল অভিনেতা মিশা সওদাগরসহ আরো অনেককেই। কিন্তু এরপর আর এ নামে কোনো কার্যক্রম চলচ্চিত্রে হয়নি। বহু বছর পর আবারো ‘নতুন মুখের সন্ধানে’র কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ।

আজ চলচ্চিত্রে নতুন নতুন শিল্পী খোঁজার আহ্বান জানিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ‘নতুন মুখের সন্ধানে’র নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ বিকাল ৫টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসান ইমামের হাত ধরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে পারফর্ম করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। তানজিল আলমের কোরিওগ্রাফিতে ফেরদৌস ও পূর্ণিমা তাদের অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর অংশবিশেষে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছেন ফেরদৌস পূর্ণিমা দুজনই।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ফেরদৌস ও পূর্ণিমার নতুন চলচ্চিত্র নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’এর শুভ মহরত অনুষ্ঠিত হবে। এছাড়া তারা দুজন একই পরিচালকের ‘জ্যাম’ চলচ্চিত্রেও কাজ করবেন।