Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮: আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণা সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্যপদ লাভ করেছে। গত ০১ আগস্ট ২০১৮ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের ৪টি প্রতিষ্ঠানকে এই সদস্যপদ প্রদান করা হয়। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তার মধ্যে অন্যতম ও প্রথম সদস্য। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রের পরে এটিই সর্বোচ্চ পদ। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ রোজ রবিবার ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, এমপি প্রধান অতিথি এবং ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডক্টর এনায়েত করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মামুন-উর-রশিদ।

এই সদস্য পদ লাভের পর গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম সদস্য দেশগুলির মধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহায়ক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা ব্রাজিল ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। গ্লোবাল ইকোনমিস্ট ফোরামও আগামী এক বছর বাংলাদেশের সাথে ব্রাজিলের ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মামুন-উর-রশিদসহ শীর্ষ ৬জন কর্মকর্তাকে জাতিসংঘের অ্যাক্রিডিটেশন কার্ড  হস্তান্তর করা হয়।