খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ব্যাংকের গুলশানস্থ লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে “ওমেনস লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ইউসিবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবুল আলী আহাদ এবং এফভিপি, হিউম্যান রিসোর্সেস ডিভিশন শিরিন সুলতানা সহ বিভিন্ন মহিলা অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।