Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪. সোমবার ,১৭ সেপ্টেম্বর ২০১৮:  ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক বলেছেন, প্রতিটি মানুষের শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল এবং জনগণ শান্তির পক্ষে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেমোক্রেসি ওয়াচ আয়োজিত দেশের ৪০টি জেলা থেকে আসা কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ‘শান্তিতে বিজয়’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যালিসন ব্লেক বলেন, আমরা এখান যারা আছি তারা শান্তির পক্ষে, কারণ শান্তি জিতলে জিতবে বিশ্ব, জিতবে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে মানুষ সহিংসতা চান না। এটা কেউ চায়না নির্বাচন ঘিরে অপ্রত্যাশিত কোনো ধরনের পরিবেশ তৈরি হোক। কারণ সহিংসতায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার সনদে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এটি অর্জন করতে হলে নিয়মিত নির্বাচন অপরিহার্য। তাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ উদ্যোগে আমরা অংশ নিয়েছি। বাংলাদেশের মানুষের পাশে এ যাত্রায় থাকতে পেরে আমরা আনন্দিত।