খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮: আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণা সংস্থা- গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য পদ লাভ করায় ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে জাতিসংঘের পক্ষ থেকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ এ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে অ্যাক্রিডিটেশন কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র ও গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. এনায়েত করিম।
এ সময় ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবসহ আরো চারজন কর্মকর্তাকে এই কার্ড প্রদান করা হয়।